ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, জারি কমলা সতর্কতা
প্রতিদিন | ২৯ জুলাই ২০২৫
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: উত্তরের সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। রবিবার রাতে দার্জিলিং পাহাড়ে ভারী বর্ষণের জেরে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। অবরুদ্ধ রাস্তা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ সরতে সক্রিয় হতে শুরু করেছে মৌসুমি অক্ষরেখার পূর্বপ্রান্ত। আগস্টের প্রথম সপ্তাহ থেকে উত্তর জুড়ে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। সমতলের নদীতে দেখা দিতে পারে হড়পা বান। পাহাড়ি এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে খবর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত দার্জিলিং পাহাড়ে অতিভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০৪ মিলিমিটার। প্রবল বর্ষণের জেরে ভূমিধস নেমেছে বিভিন্ন এলাকায়। অবরুদ্ধ হয়েছে রাস্তা। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। মিরিকের গোপালধারায় একটি বাড়ি ভূমিধসে বিধ্বস্ত হয়েছে। একই পরিস্থিতি হয়েছে রিম্বিক লোধামায়। সেখানে দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিজনবাড়ি বাজার ও রিম্বিকের রাস্তা অবরুদ্ধ হয়েছে। লেবং কার্ট রোডে গাছ উপড়ে পড়েছে। মানেভঞ্জন থেকে বিজনবাড়ি রাস্তাও ভূমিধসে অবরুদ্ধ হয়েছে।
সোমবার দিনভর পাহাড়ে হালকা বৃষ্টি চলছে। দুপুরের পর সমতলে বৃষ্টি শুরু হয়েছে। এদিন তিস্তা নদীর জলস্তর বেড়েছে। সকালে তিস্তা বাজার এলাকায় জল ঢুকে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, “বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা ক্রমশ উত্তর-উত্তর পশ্চিমে সরে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। ফলে উত্তরে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হতে শুরু করেছে। বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ওই কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।” তিনি আরও জানান, আগস্টের শুরু থেকে উত্তরের পাহাড়-সমতলে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ আগস্ট থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা।
পাহাড়ে ‘কমলা’ সতর্কতাও জারি করা হয়েছে। পরিস্থিতি তেমন হলে হড়পা বান ও ভূমিধসের বিপদ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তিন জেলায় ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। ৩ আগস্ট ২০০ মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জেলাগুলোতে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২ আগস্টের আগে উত্তরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মঙ্গলবার থেকে ফের গুমোট গরম অনুভব হবে।