প্রায় ৪ ঘণ্টা ধরে আংশিকভাবে ব্যাহত মেট্রো পরিষেবা, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা
প্রতিদিন | ২৯ জুলাই ২০২৫
নব্যেন্দু হাজরা: প্রায় ৪ ঘণ্টা ঘরে আংশিকভাবে ব্যাহত মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে চলছে মেট্রো। শহিদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত পুরোপুরি বন্ধ পরিষেবা। ফলে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। কেন এই সমস্যা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কর্তৃপক্ষ।
তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েকলক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্যদিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা গিয়েছে, এদিন বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা একেবারে স্বাভাবিক। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছে রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।
কিন্তু কেন পরিষেবা ব্যাহত? এবিষয়ে এখনও পর্যন্ত মেট্রোর তরফে কোনও সদুত্তর মেলেনি। উল্লেখ্য, আচমকা এত দীর্ঘ সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। প্রত্যেককেই ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।