• মমতার শিশু নির্যাতনের ভিডিয়ো ভিত্তিহীন, CCTV ফুটেজ প্রকাশ করল দিল্লি পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ২৯ জুলাই ২০২৫
  • দিল্লিতে দিল্লি পুলিশের দ্বারা বাঙালি পরিযায়ী শ্রমিকের দেড় বছরের শিশুসন্তানকে নির্যাতন করা হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিডিয়ো পোস্ট করেছেন তা ভুয়ো। সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করল দিল্লি পুলিশ। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পরিকল্পনামাফিক এই অভিযোগ তোলা হয়েছে যা ভিত্তিহীন। সঙ্গে কয়েকটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। যাতে দেখা যাচ্ছে, ২ সন্তানকে নিয়ে গলির ভিতরে ২ সন্তানকে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন নির্যাতিতা শিশুর মা।

    গত ২৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দেখুন চাঁচল থেকে পরিযায়ী একজন মা ও তাঁর সন্তানকে দিল্লি পুলিশ কী করে মেরেছে। বিজেপির ভাষা সন্ত্রাস থেকে একটি শিশুও নিস্তার পাচ্ছে না। এরা বাঙালি বিরোধী। দেশটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?

    দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া সোমবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই পোস্টের পর তদন্ত শুরু করে তারা। তদন্তে নেমে তারা জানতে পারে শাজনুর পারভিন নামে ওই মহিলা মালদার চাঁচলের বাসিন্দা তাঁর এক আত্মীয়ের কথায় ভুয়ো ভিডিয়ো করে পাঠিয়েছেন। চাঁচলের বাসিন্দা ওই আত্মীয় সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। আক্রান্ত মহিলা দাবি করেছিলেন সাধারণ পোশাকে কয়েকজন ব্যক্তি তাঁর ঘরে এসে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। এর পর তাঁকে ও তাঁর শিশুসন্তানকে জোর করে থানায় নিয়ে যায়। সেখানে তাঁর দেড় বছরের শিশুসন্তানকে কোল থেকে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন পুলিশকর্মীরা। যার জেরে আহত হয় শিশুটি। এর পর ওই মহিলার স্বামী ২৫ হাজার টাকা দিয়ে স্ত্রী ও সন্তানদের মুক্ত করেন। কিন্তু ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি নিজের ইচ্ছে মতো তাঁর বাসস্থানের কাছাকাছি বিভিন্ন গলিতে হেঁটে বেড়াচ্ছেন সঙ্গে ২ সন্তান। দিল্লি পুলিশ জানিয়েছে, জেরায় শাজনুর পারভিন জানিয়েছেন, এক আত্মীয়ের কথায় এই ভুয়ো ভিডিয়ো বানিয়েছেন তিনি।

    দিল্লি পুলিশের এই সাংবাদিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ শুরু করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মিথ্যেবাদী মমতা জেনে গেছে জনতা'।

    কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলে উল্লেখ করে বলেন, ‘মুখ্যমন্ত্রী কি এতটাই নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের কোটিপতি করতে হবে বলে আপনি বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন? আপনার লজ্জা করে না? এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রীর গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

    সঙ্গে তিনি বলেন, ‘এই প্রমাণটা আমি পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুকে দেখতে বলব। আপনাদের উলটো দিকে যে সমাজ আছে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুধেল গাইয়ের কাজ করে তারা রাজনৈতিক ভাবে কতটা সচেতন যে নিজের আত্মীয়কে ব্যবহার করছে যাতে বাঙালি বাঙালি এই আবেগ তৈরি করা যায়। এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেন।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)