• গৌড় এক্সপ্রেসের এসি কামরায় চুরি, টাকা, ফোন খোয়ালেন যাত্রী
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: সোমবার ভোররাতে মালদহগামী গৌড় এক্সপ্রেসের শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে চুরি হয়ে গেল কয়েকজন যাত্রীর টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। ট্রেন মালদহ স্টেশনে এসে পৌঁছতেই যাত্রীরা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জিআরপি জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাঁদের জিনিসপত্র চুরি হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সস্ত্রীক মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক পৃথ্বীরাজ রায়, মালদহ মেডিক্যালে যোগ দিতে আসা এক চিকিৎসক সহ কয়েকজন। ওই শিক্ষকের স্ত্রী অনুশ্রী ভট্টাচার্য বলেন, চুরি গিয়েছে ভোর তিনটের পর। তখন ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি, সিটের নীচে রাখা ব্যাগ উধাও। খোয়া গিয়েছে দু’টি দামী স্মার্টফোন, হাতঘড়ি, ক্রেডিট কার্ড, নগদ সহ অন্য সামগ্রী। সাতজন যাত্রীর বিভিন্ন সামগ্রী খোয়া গিয়েছে।  যাত্রীদের আশঙ্কা, সম্ভবত ট্রেনে ওষুধ স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা। ফলে সকলেই একসঙ্গে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। যাত্রীদের একাংশের অভিযোগ, মালদহ জিআরপি’তে অভিযোগ জানাতে গেলে তাঁদের চুরির বদলে মিসিং ডায়েরি করতে বলা হয়। পরে অবশ্য তাঁরা অনড় থেকে এফআইআর দাখিল করেন। অভিযোগ মানতে চাননি জিআরপি’র আধিকারিকরা। তবে, আইসি প্রশান্ত রাই বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

     গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী: বধূহত্যার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী। ধৃতের নাম দিবাকর ভট্টাচার্য। জানা গিয়েছে, রবিবার সকালে কালিয়াগঞ্জ শহরের মহাদেবপুরে বধূ পায়েল রায়ের (৩৫) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে রবিবার বিকালে বধূর স্বামী দিবাকরকে প্রথমে আটক করে পুলিস। রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
  • Link to this news (বর্তমান)