হোর্ডিং, ব্যানারে বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বালুরঘাট পুরসভার
বর্তমান | ২৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, হিলি: বালুরঘাট শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের হোর্ডিং, ব্যানার বাংলায় লেখা বাধ্যতামূলক করতে চলেছে পুর কর্তৃপক্ষ। শীঘ্রই এই নিয়ম কার্যকর করতে পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা স্পষ্ট করেছে, হোর্ডিং, ব্যানারে অন্য ভাষাও ব্যবহার করা যাবে।
পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে অপবাদ দেওয়া হচ্ছে। আমরা বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, শহরের সমস্ত হোর্ডিং, ব্যানার বাংলা ভাষায় লিখতে হবে। এজন্য ব্যবসায়ী ও দোকানদারদের অনুরোধ করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে পুরসভা।
বালুরঘাট পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্ট অধ্যাপক রিপন সরকার। তাঁর মতে, শুধু বালুরঘাট নয়, রাজ্যজুড়ে এমন সিদ্ধান্ত কার্যকর হওয়া উচিত। বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত বিষয়টিকে ‘প্রচারমূলক উদ্যোগ’ বলে দাবি করলেও বাংলা ভাষা ব্যবহারে আপত্তি করেননি। তাঁর মতে, বাংলা ভাষায় বিজ্ঞাপন বা বোর্ড লেখা স্বাভাবিক ব্যাপার। এতে জেলার সবস্তরের মানুষের সুবিধা হবে। তবে, বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি প্রমাণিত হয় না, সেটাও মনে রাখা উচিত।
বালুরঘাট শহরে বহু দোকানপাট, নানা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অধিকাংশ দোকান ও প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে লেখা রয়েছে। এমনকী শহরে ফ্লেক্স, হোর্ডিং, ব্যানারেও ইংরেজি ভাষার প্রাধান্য।
গ্রামীণ এলাকার সাধারণ মানুষ অনেকেই সেই লেখা সহজে বুঝতে পারেন না। এনিয়ে সরব হয়েছিলেন পুরসভার এমসিআইসি তথা ইংরেজির শিক্ষক বিপুল কান্তি ঘোষ। গত একুশে ফেব্রুয়ারি তিনি জেলাশাসকের কাছেও বিষয়টিকে কার্যকরী করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন। পরবর্তীতে বোর্ড মিটিংয়ে পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা জানিয়েছে, কিছু ক্ষেত্রে সরকারি নোটিস এবং কাগজপত্র বাংলায় করা যায় কি না, বিবেচনা করা হচ্ছে। ফাইল চিত্র