সংবাদদাতা, বাগডোগরা: গভীর রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক বন্ধু। রবিবার মধ্যরাতে বাগডোগরার গঙ্গারাম চা বাগানের চার্চ মোড় সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পিছন দিকে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর জখম হন বাইকেই থাকা তৃতীয় জন। রাত আনুমানিক দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘোষপুকুর থেকে বাড়ি ফেরার সময় তিন বন্ধু দুর্ঘটনার কবলে পড়েন। তাঁরা একটি বাইকেই ছিলেন। পুলিসের অনুমান, বাইকটি প্রচণ্ড গতিতে ছুটছিল। তিনজনের কারও মাথাতেই হেলমেট ছিল না। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনকই উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে জানিয়ে দেন। তৃতীয় জনকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু হয়। পুলিস মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে পাঠিয়েছে।
পুলিস জানিয়েছে, মৃতরা হলেন বাদল মুন্ডা (২১) এবং অমন মুন্ডা (২৫)। দু’জনেই মুণি চা বাগানের বাসিন্দা। অপরদিকে, আহত যুবকের নাম আন্ধু মুন্ডা। আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালেই চিকিৎসাধীন তিনি। পাড়ার দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জখম আন্ধুর পিসি সখিনা মুন্ডা সোমবার বলেন, সকালে খবর পেয়ে বাগডোগরা থানায় যাই। ওই রাতে তিনবন্ধু ঘোষপুকুর থেকে চা বাগানে বাড়ি ফিরছিল। সেইসময় দুর্ঘটনাটি ঘটে। ভাইপো সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেশী দুই যুবক মারা গিয়েছে।
বাগডোগরা থানার এক অফিসার জানিয়েছেন, দু’জনের মৃত্যু হয়েছে। দেহ দু’টি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।