বিজেপি পরিচালিত পঞ্চায়েত উন্নয়ন করতে পারেনি, ২৫০ কর্মী তৃণমূলে
বর্তমান | ২৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, পুরাতন মালদহ: বিজেপি পরিচালিত গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না। এনিয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ দলের প্রায় আড়াইশো কর্মী। গত রবিবার রাতে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের হাতে জোড়াফুলের পতাকা তুলে দেন গাজোল ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, মাঝরা অঞ্চল সভাপতি মিলন যোগী প্রমুখ। মাঝরা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। গাজোল বিধানসভা এবং লোকসভা কেন্দ্রও বিজেপির। তারপরেও গাজোলে উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ সদ্য দলত্যাগীদের। তৃণমূলে যোগ দেওয়া শঙ্করী মণ্ডল এবং অর্জুন হালদারদের দাবি, বিজেপির পঞ্চায়েত বোর্ড থাকলেও এলাকায় রাস্তাঘাটের কোনও উন্নয়ন হয়নি। নিকাশি সমস্যাও মেটেনি। বিজেপি জনপ্রতিনিধিরা কোনও কাজ না করায় হতাশ তাঁরা। সেজন্য তৃণমূলে যোগ দিলেন তাঁরা। মাঝরা অঞ্চল তৃণমূল সভাপতি বলেন, মাঝরা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। মানুষ দু’হাত ভরে ভোট দিয়েছেন। তবুও উন্নয়নে ব্যর্থ। বিজেপি মানুষকে ধাপ্পা দিয়েছে। অঞ্চল সভাপতির দাবি, তিনটি বুথ মিলিয়ে আড়াইশোর বেশি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। দলত্যাগীদের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন মাঝরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান তুলাবতী রবিদাস। তাঁর দাবি, মাত্র ৮-১০ জন তৃণমূলে যোগ দিয়েছেন। আমরা ওই এলাকায় রাস্তা সহ একাধিক উন্নয়নমূলক কাজ করেছি। নিজস্ব চিত্র