• উত্তরবঙ্গের পাঁচ জেলার বিএলওদের নিয়ে বৈঠক নির্বাচন কমিশনের কর্তার
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের পাঁচ জেলার বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিয়ে সোমবার জলপাইগুড়িতে বৈঠক করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক বিজিত ধর। শহরের জেলা পরিষদ হলে মূলত ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম কীভাবে করতে হবে, তা নিয়ে বিএলওদের গাইডলাইন বেঁধে দেওয়া হলেও, বাড়ি বাড়ি সার্ভের সময় কেউ ‘বহিরাগত’ ভোটার কি না সেটাও দেখার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ফলে বিএলওদের ভোটার তালিকার কাজের পাশাপাশি কৌশলে ‘নাগরিকত্ব’ যাচাইয়ের দিকটি দেখতে বলা হচ্ছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। 

    উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় কয়েকজনের কাছে ইতিমধ্যে বিজেপি শাসিত অসম সরকারের এনআরসি’র নোটিস এসেছে। যা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলার বিএলওদের নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের বৈঠক ও প্রশিক্ষণ অন্য মাত্রা পেয়েছে। এনিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, গোটা দেশেই যাতে নির্দিষ্ট গাইডলাইন মেনে বিএলওরা কাজ করেন, সেকারণে এদিন কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে তাঁদের। অতীতের সঙ্গে এবার বিএলওদের কাজে কোনও ফারাক থাকছে কি না, সেই প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য, বিএলওরা অতীতে যেভাবে ভোটার তালিকা সংক্রান্ত কাজ করেছেন, এবারও সেভাবেই করবেন। ভোটার তালিকার কাজে কিছু টেকনোলজি যুক্ত হয়েছে। তাছাড়া নতুন বিএলওরাও আছেন। সেই কারণে আমরা চাইছি, সবটা যেন একইরকম হয়। কোচবিহার, জলপাইগুড়িতে যেভাবে বিএলও’রা কাজ করবেন, মহারাষ্ট্রেও সেভাবে হবে। নির্বাচন কমিশনের ওই কর্তার বক্তব্য, এসআইআর নিয়ে কোনও নির্দেশ আসেনি। নির্দেশ এলে তখন সেইমতো কাজ হবে। 

    শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে এদিন জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে বৈঠকে যোগ দিতে আসা বিএলও বিট্টু দেবনাথ বলেন, ভোটার তালিকার কাজকর্ম কীভাবে করতে হবে, সেটা নিয়েই এদিন বলা হয়েছে। সেইসঙ্গে বাড়ি বাড়ি সার্ভের সময় কোনও ভোটার ‘বহিরাগত’ কি না, সেটাও দেখে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈধ ভোটার যাচাইয়ের কাজে কোনও নির্দিষ্ট বছর ধরে এগতে হবে কি না, তা নিয়ে এদিন নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে প্রশ্ন করেন অনেক বিএলও। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)