নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নতুন ১৪টি সিএনজি বাস ও ন’টি ডিজেল গাড়ি চালাবে। গাড়িগুলি কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে রাখা হয়েছে।
নিগম সূত্রে জানা গিয়েছে, দিনহাটায় দু’টি, শিলিগুড়ি ডিভিশন ও রায়গঞ্জ ডিভিশনে ছ’টি করে সিএনজি বাস দেওয়া হবে। ওই ডিপো ও ডিভিশনের মাধ্যমে পরবর্তীতে বাসের রুট নির্ধারণ করা হবে। পাশাপাশি ন’টি ডিজেল বাসের মধ্যে তুফানগঞ্জে দু’টি, মাথাভাঙায় একটি, শিলিগুড়ি, বালুরঘাট ও বহরমপুর ডিভিশনে দু’টি করে দেওয়া হবে। সেগুলিরও রুট পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে। ৩১ জুলাই থেকে ধাপে ধাপে বাসগুলি রাস্তায় নামবে।
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোমবার বলেন, নতুন বাসের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। রায়গঞ্জের বাসগুলি ৩১ জুলাই উদ্বোধন করা হবে। ১ আগস্ট বালুরঘাটে ডিজেল বাসের উদ্বোধন করব। মালদহ-দীঘা যে বাসটি চালানো হচ্ছিল, সেটিকে বালুরঘাট থেকে চালানো হবে। বালুরঘাট, মালদহ ভায়া কলকাতা হয়ে সেটি দীঘা যাবে।