বর্ষার জমা জলকাদায় যাতায়াতে সমস্যা আতিয়ার রহমান রোডে
বর্তমান | ২৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আতিয়ার রহমান রোডে জুটমিল এলাকায় ১২০০ মানুষ থাকেন। কিন্তু এলাকাটিকে দেখলে কেউ বারাকপুর শহরের অংশ বলে মনে করবে না। সেটি প্রত্যন্ত গ্রামকেও যেন হার মানাচ্ছে। এখনও বাসিন্দাদের যাতায়াতের জন্য কোনও রাস্তা নেই। নেই নিকাশি ড্রেনের ব্যবস্থা। বৃষ্টিতে জলকাদায় মারাত্মক অবস্থা ওই এলাকার। জল ভেঙে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার পর তীব্র দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
সেখানকার বাসিন্দা মনোয়ারা বিবি, রোকেয়া বিবিরা জানালেন, একটু বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাচ্ছে। নিকাশির কোন ব্যবস্থা নেই। পাকা রাস্তাও নেই। জল কাদায় দুর্বিষহ অবস্থা। কেউ দেখার নেই। জুটমিল কর্তৃপক্ষ রীতিমতো উদাসীন। এক ভয়ঙ্কর অবস্থা আমাদের গোটা এলাকার। নাগরিক পরিষেবা বলে কিছুই নেই।
রবিবার একটি অনুষ্ঠানে ওই এলাকায় গিয়েছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। তাঁকে হাতের কাছে পেয়ে এলাকার মানুষ তাঁদের যন্ত্রণার কথা তুলে ধরলেন।
রাজ চক্রবর্তীও স্বীকার করলেন, খুবই খারাপ অবস্থা এখানে। প্রয়োজনে তিনি জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। যদি জুট মিল কর্তৃপক্ষ কিছু না করে, তাহলে পুরসভার পক্ষ থেকে রাস্তা করে দেওয়া হবে। জুটমিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য স্থানীয় কাউন্সিলার নওশাদ আলমকে দায়িত্ব দেন তিনি।
নওশাদ আলম বলেন, ওই এলাকা একটি জুটমিলের কুলি কোয়ার্টার্স বলে পরিচিত। বহু বছর ধরে ১২০০-১৩০০ মানুষের বাস। জুটমিল কর্তৃপক্ষ পাকা রাস্তা করে দেয়নি। বৃষ্টিতে খুবই সমস্যা হয়। আমরা মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। ওরা না করলে আমাদেরই করে দিতে হবে।