সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরে মহিলার দু’টি সোনার আংটি হাতসাফাইয়ের ঘটনায় আরও এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম স্বপন সিং। হুগলির উত্তরপাড়া থানার কোন্নগরে তার বাড়ি। সেখান থেকেই সোমবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। একইসঙ্গে একদিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সুকুমার দাস ওরফে পচাকে আদালতে পেশ করা হয়। আংটি উদ্ধার এবং গ্যাংয়ের বাকিদের হদিশ পেতে দু’জনকেই হেফাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। দু’জনকে দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ মন্তেশ্বর থানার তারাশুশুনার বাসিন্দা নিবেদিতা চট্টোপাধ্যায় শহরের রানিগঞ্জ বাজার এলাকার একটি দোকান থেকে ওষুধ কিনে কার্জন গেটের দিকে হেঁটে আসছিলেন। হেড পোস্ট অফিসের পিছনের দিকের গলিপথ ধরে আসার সময় আচমকা তাঁর সামনে দু’জন হাজির হয়। তাঁকে একটি ব্যাগ হাতে দিয়ে সেটির মধ্যে তাঁর দু’টি আংটি রাখার জন্য বলে। তিনি তাই করেন। ব্যাগের চেন লাগিয়ে দিয়ে সেটি নিবেদিতার হাতে ফেরত দেয় তারা। ব্যাগের মধ্যে তাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে বলে সেটি তাঁকে রাখতে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও ওই দু’জন না ফেরায় তিনি ব্যাগ খুলে দেখেন, তার মধ্যে কিছু ছেঁড়া কাগজপত্র রয়েছে। আংটি দু’টি নেই। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস হুগলির ভদ্রেশ্বর থেকে সুকুমারকে গ্রেপ্তার করে। এরপর তাকে নিয়ে স্বপনের বাড়িতে হানা দিয়ে তাকে পাকড়াও করে পুলিস।