• অবসাদে আত্মহত্যা তরুণীর
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটবেলাতেই মৃত্যু হয়েছিল মায়ের। কয়েকবছর আগে অসুস্থতাজনিত কারণে বাবারও মৃত্যু হয়। তারপর থেকে কাকার কাছেই থাকতেন তরুণী। কিন্তু, বাবা-মা দু’জনেরই অকাল মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েন তাঁদের একমাত্র মেয়ে। সেই অবসাদেই আত্মঘাতী হলেন ২৩ বছরের তরুণী। মৃতার নাম সুপ্রিয়া রায়। যোধপুর পার্কের বাসিন্দা তিনি। পুলিস সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়িতেই বন্ধ ঘর থেকে সুপ্রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান কাকা। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে লেক থানার পুলিস। লালবাজার জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে পুলিস জেনেছে, পড়াশোনা শেষ করার পর বাড়িতেই থাকতেন তরুণী। বাবা-মায়ের মৃত্যুর জেরে অবসাদে ভুগছিলেন। কাকাকে সেই অবসাদের কথা জানিয়েছিলেন তিনি। এদিন সকালে দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় কাকার। তিনি দরজায় ধাক্কা দিলেও ভাইঝির কোনও সাড়াশব্দ মেলেনি। এরপরেই কাকা দরজা ভাঙেন। পুলিস জানিয়েছে, অকুস্থল থেকে মিলেছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
  • Link to this news (বর্তমান)