• কাশীপুরে খুনের মামলায় নাবালকের বিচার বিশেষ শিশু সুরক্ষা কোর্টে করার আর্জি মঞ্জুর
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের মামলায় অভিযুক্ত এক নাবালকের বিচার জুভেনাইল জাস্টিস বোর্ডের পরিবর্তে বিশেষ শিশু সুরক্ষা কোর্টে করার আর্জি জানিয়েছিল মৃতের পরিবার। দীর্ঘ শুনানির পর সেই আবেদনে ‘সিলমোহর’ দিল আদালত। সোমবার কলকাতার নগর দায়রা আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক কৌস্তভ মুখোপাধ্যায় ওই আর্জি মঞ্জুর করেছেন। আদালতের মন্তব্য, এই মামলায় নাবালকের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখেই মৃতের পরিবারের আর্জিতে সাড়া দিল আদালত। আদালতে অভিযোগকারীর পরিবারের বক্তব্য‌ ছিল, আগামী দিনে এই খুনের ঘটনায় অভিযুক্তের যোগের কথা প্রমাণিত হলে জুভেনাইল জাস্টিস বোর্ডের পরিবর্তে বিশেষ শিশু সুরক্ষা কোর্টে সাজার পরিমাণ বেশি হবে। সেকারণেই এই আর্জি জানানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে কাশীপুর থানার বিটি রোড এলাকায় একটি পুকুর থেকে এক নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবার খুনের মামলা দায়ের করে। সেই মামলায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। তার মধ্যে একজন ছিল নাবালক। তার শুনানি চলছিল কলকাতার জুভেনাইল জাস্টিস বোর্ডে। সম্প্রতি মৃতের পরিবারের পক্ষ থেকে জুভেনাইল জাস্টিস বোর্ডে আর্জি জানানো হয়, মামলার শুনানি জাস্টিস বোর্ডের পরিবর্তে বিশেষ শিশু সুরক্ষা আদালতে করা হোক। কিন্তু জুভেনাইল জাস্টিস বোর্ড সেই আবেদন বাতিল করে দেয়। এরপরই মৃতের পরিবার ওই আদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা নগর দায়রা আদালতের দ্বারস্থ হয়। বিচারক কৌস্তভ মুখোপাধ্যায়ের আদালত ওই আবেদন মঞ্জুর করে। বিচারক এদিন এই মামলার যাবতীয় নথিপত্র জুভেনাইল জাস্টিস বোর্ড থেকে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর নির্দেশ দেন। 
  • Link to this news (বর্তমান)