নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের অন্ধকারে নয়। দিনেদুপুরে খাস কলকাতার রাস্তায় বসে চলছে মদ্যপান। তাও আবার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে। নিত্যদিন অভিজাত পার্ক স্ট্রিটের ফুটপাতে বসছে নেশার আসর। ফলে পুলিসি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। পার্ক স্ট্রিট মোড় থেকে মল্লিকবাজার মোড় যাওয়ার পথে ডান হাতে পড়বে অ্যালেন পার্ক। প্রতিবছর ২৫ ডিসেম্বর সেজে ওঠে এই পার্ক। আসেন খোদ মুখ্যমন্ত্রী, পুলিস কমিশনার। সেই অ্যালেন পার্কের পাশেই প্রকাশ্য দিনের আলোয় চলছে নেশা। প্লাস্টিকের বোতলে দেশি মদ, সঙ্গে গ্লাস, খাবার নিয়ে একেবারে জমাটি আয়োজন। গোল হয়ে বসে রয়েছেন চারজন। এমনই দৃশ্য দেখা গেল সপ্তাহের প্রথম কাজের দিনে। ‘রাস্তাতেই মদ্যপান কেন?’ - প্রশ্ন শুনে বেজায় চটে গেলেন নেশাগ্রস্তরা। তাদের জবাব – ‘আপনার কি মশাই কাজে যাচ্ছেন কাজে যান।’
অনতি দূরে শহরের অভিজাত কলেজ, থানা। রাস্তা সামলানোর দায়িত্বে দাঁড়িয়ে রয়েছেন একের পর এক পুলিসকর্মী। কিন্তু উর্দিধারীদের এনিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই। পথ চলতি মানুষের দাবি, শুধু মদ্যপান নয়, ফুটপাতে রেলিংয়ের আড়ালে চলে গাঁজা সেবনও। হাঁটাচলা কার্যত দায়। মহিলাদের বক্তব্য, পাশ দিয়ে গেলে নেশাগ্রস্তরা তির্যক মন্তব্য করে। তাই পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজারগামী রাস্তার ডান হাতের ফুটপাত দিয়ে যাওয়া-আসা ছেড়েছেন অনেকেই। কলেজ পড়ুয়াদের দাবি, নেশার ঘটনা একদিনের নয়। নিত্যদিন ফুটপাতের রেলিংয়ের আড়ালে চলে মদ্যপান, মাদক সেবন।
উল্লেখ্য, এর আগে ময়দান ধর্মতলায় ময়দান মার্কেটের সামনে ফুটপাতে মদ্যপান ও গাঁজা সেবনের দৃশ্য প্রকাশ্যে এসেছিল। সেই খবর প্রকাশের পর নিয়মিত টহলদারিতে নামে ময়দান থানা। দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেয় পুলিস। কিন্তু পার্ক স্ট্রিটের মতো অভিজাত এলাকায় কীভাবে দিনে দুপুরে পুলিসের চোখ এড়িয়ে চলছে নেশার আসর? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে কলকাতা পুলিসের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। ওই এলাকায় টহলদারি চালানো হবে স্থানীয় থানার তরফে। যদি এমন কোনও দৃশ্য চোখে পড়ে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিস।