• যানজট কমাতে অভিযান, কুলপি রোড থেকে টোটো ধরে থানায় নিয়ে গেল পুলিস
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে নিত্য যানজটে ক্ষুব্ধ মানুষ। কুলপি রোডের উপর তাই টোটো চলাচল বন্ধ করেছিল পুলিস। নিয়ম হয়েছিল, শুধুমাত্র শহরের অলি-গলিতে চলবে টোটো। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই মেন রোডে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। শুধু টোটো নয়, বারুইপুর রেলগেট থেকে স্টেশন রোড, কালীতলার মোড়, কালীতলার মোড় থেকে স্টেশন, বারুইপুর থানার সামনে যত্রতত্র তৈরি হয়েছে অটো স্ট্যান্ড। এসব থেকে তৈরি যানজটে মানুষের নাভিশ্বাস উঠছে। সেই যানজটের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছে মানুষ।

    এই পরিপ্রেক্ষিতে সোমবার কুলপি রোডে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ করতে জোরদার অভিযান শুরু করল বারুইপুর পুলিস জেলার ট্রাফিক বিভাগ। বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে একেবারে স্টেশন রোড ও পদ্মপুকুর পর্যন্ত এই অভিযান চলে। মেন রোড থেকে টোটো আটক করে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হল। পাশাপাশি, রাস্তার দু’ধারে যত্রতত্র দাঁড়ানো অটোও সরিয়ে দিল পুলিস। অটোচালকদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হল। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, টোটো যাতে কোনওমতেই মেন রোডে না উঠতে পারে, সেজন্য টানা একমাস কড়া নজরদারি চালাবে পুলিস। এছাড়া যত্রতত্র অটো দাঁড় করিয়ে যাত্রীও তোলা যাবে না। এদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। 

    বারুইপুর ট্রাফিক পুলিস এর আগে বারংবার মেন রোড থেকে টোটো ধরে থানায় নিয়ে গিয়েছে। কিন্তু দেখা গিয়েছে, এরপর শাসকদলের নেতাদের ফোন এসেছে পুলিসের কাছে। ফলে পুলিসকে টোটোগুলিকে ছেড়ে দিতে হয়েছে। এতে এলাকার বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। তাঁদের দাবি, কোনও টোটোকে থানায় ধরে নিয়ে যাওয়ার পর অত সহজে সেগুলি ছেড়ে দেওয়া যাবে না। রাস্তায় যত্রতত্র দাঁড়ানো অটোচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)