নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলে চলছিল মিড ডে মিলের রান্না। তখনই রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাবড়ার মহিষা কেএমআর ইন্সস্টিটিউশনে। তাতে আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে দুই পড়ুয়া। তাদের নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেন। সোমবার সপ্তাহের প্রথম দিন ক্লাস চলছিল হাবড়ার মহিষা কে এম আর ইন্সস্টিটিউশনে। পড়ুয়াদের উপস্থিতিও ছিল যথেষ্ট। স্কুলের নির্দিষ্ট ঘরেই চলছিল মিড ডে মিলের রান্না। গ্যাস ফুরিয়ে যাওয়ায় অন্য একটি গ্যাস সিলিন্ডার সংযোগ করা হয়েছিল। রান্না চলাকালীন আচমকাই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর ছড়িয়ে পড়তেই ক্লাসঘর থেকে ছাত্রছাত্রীদের বের করে দেন শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়ারা স্কুলের মাঠেই নিরাপদ দূরত্বে জড়ো হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন চলে আসে স্কুলে। তারাই আগুন নিয়ন্ত্রণ করে। এদিকে, আগুনের জেরে ‘প্যানিক অ্যাটাকে’ দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের তড়িঘড়ি নিয়ে আসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপতালে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা বলেন, রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়।