• দুর্ঘটনায় মামিমা ও ভাগ্নির মৃত্যু
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সোমবার বিকেলে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক শিশুকন্যা সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম আফরিন খাতুন ও মানসী খাতুন(৩৪)। তাদের বাড়ি তারকেশ্বর থানার চাঁপাডাঙায়। সম্পর্কে তারা মামি ও ভাগ্নি ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুটি চালিয়ে চাঁপাডাঙা থেকে দিলবার আলি ওই শিশুকন্যা ও মহিলাকে সঙ্গে নিয়ে আরামবাগে আসছিলেন। সেই সময় বৃষ্টিও হচ্ছিল। মায়াপুর সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে একটি লরি তাঁদের ধাক্কা মারে। পড়ে গেলে লরির চাকায় পিষ্ট হয় ওই শিশুকন্যা। স্কুটি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই মহিলা। পুলিস খবর পেয়ে দ্রুত সেখান থেকে তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যা ও মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

    পরিবারের সদস্যরা বলেন, এদিন স্কুটি চালিয়ে ওই পরিবার রোগী দেখতে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিলেন। কিন্তু, তার আগেই ভয়াবহ দুর্ঘটনায় দু’জনের প্রাণ গেল। উল্লেখ্য, আরামবাগের খামারবেড় থেকে মায়াপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা চরম বেহাল হয়ে রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে। নিত্যদিন ওই চার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে দীর্ঘ সময় লাগছে। বর্তমানে বর্ষার সময় গর্তগুলিতে বৃষ্টির জল জমে রয়েছে। ফলে বোঝা যাচ্ছে না গর্তের গভীরতা। একাধিকবার দুর্ঘটনা ঘটেছে রাস্তার ওই অংশে। স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার ওই অংশ সংস্কারের দাবিতে সরব হয়েছেন। এদিন ওই রাস্তারই মুথাডাঙা এলাকায় অবরোধ করে আইএসএফ। তারা রাস্তা সংস্কারের দাবি জানায়। পাশাপাশি রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়। যদিও পূর্তদপ্তরের দাবি, বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ চলছে।
  • Link to this news (বর্তমান)