গঙ্গার চরে আটকে দুই নাবালক, জোয়ারের মধ্যেই উদ্ধার পুলিসের
বর্তমান | ২৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গঙ্গার চরে আটকে দুই নাবালক। উদ্বেগের প্রহর গুনছে পরিবার। শ্রীরামপুরে আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে পৌঁছল পুলিস।
জানা গিয়েছে, শ্রীরামপুরের ছিন্নমস্তা ঘাটে দুপুরে কয়েকটি নাবালক খেলা করতে যায়। তখন ভাটা চলছিল। জেগে উঠেছিল চর। খেলা দিব্যি চলছে। চরের একটু দূরে গিয়েছিল বাচ্চা দু’টি। গোল বাধে ঠিক তারপর। খেলায় মেতে থাকায় জোয়ার আসার সময় আন্দাজ করতে পারেনি ওরা। আচমকা জোয়ারের সময় শিয়রে চলে আসে। হু হু করে বাড়তে থাকে জল। চরে আটকে পড়ে দুই নাবালক। আতঙ্কে কাঁদতে শুরু করে দেয়। এদিকে জল বেড়েই চলেছে। স্থানীয়দের নজরে পড়ে ঠিক তখন। প্রথমে তাঁরা উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু জোয়ারের জল তখন ফুঁসছে। সাঁতরে যেতে কেউ সাহস পাননি। ডামাডোল চলাকালীন খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বিভাগকে। অভিযোগ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসতে দেরি করে। ততক্ষণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে আতঙ্কে। এদিকে জল বাড়তে বাড়তে চর ডুবে যাওয়ার জোগাড়। ঘটনাস্থলে চলে আসে শ্রীরামপুর থানার পুলিস। জেলার পুলিস আধিকারিকদের হস্তক্ষেপে দ্রুত লঞ্চ আনার ব্যবস্থা হয়। তারপর পুলিসের একটি দল চরে পৌঁছে দুই নাবালককে উদ্ধার করে। স্বস্তি ফেরে শ্রীরামপুরে।
পুলিসের তৎরপতায় প্রাণ বাঁচে দুই নাবালকের। শ্রীরামপুরের নাগরিকরা পুলিসের ভূমিকার প্রশংসা করেছেন। এই ঘটনার পর পুলিস আধিকারিকদের বক্তব্য, এরকম ঘটনা আটকাতে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। না হলে যে কোনওদিন বড়সড় বিপদ ঘটে যেতে পারে।