বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় ১৬ দিন পর গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ২৯ জুলাই ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে চুরি করতে গিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার ১৬ দিন পরে সোমবার সকালে পিয়ালি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিস। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে পুলিস আগেই তাঁকে শনাক্ত করেছিল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রোহাব শেখ। বাড়ি রামনগর মোল্লাপাড়ায়। তাঁর বিরুদ্ধে বারুইপুর পুলিস জেলা সহ অন্য পুলিস জেলাতেও একাধিক চুরির অভিযোগ আছে। সে বারুইপুরের উকিলপাড়ায় একটি ক্লাবে চুরির ঘটনাতেও যুক্ত বলে অভিযোগ। প্রসঙ্গত, গত ১২ জুলাই বারুইপুরে চুরি করতে গিয়ে ৬৫ বছরের ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর ও ধর্ষণের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছিল।