• অ্যালেন-এর ২ মেডেলজয়ী ছাত্রকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি আয়োজিত ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন ‘অ্যালেন কোটা’র ক্লাসরুম স্টুডেন্ট দেবেশ পঙ্কজ ভাইয়া ও দেবদত্ত প্রিয়দর্শী।  দ্বাদশ শ্রেণির পড়ুয়া দেবেশ পেয়েছেন গোল্ড মেডেল। সিলভার মেডেল পেয়েছেন দশম শ্রেণির ছাত্র দেবদত্ত। তাঁদের এই সাফল্য গোটা দেশকে গর্বিত করেছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ১২৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, ‘কিছুদিন আগে আমাদের ছাত্ররা ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডে মেডেল জিতেছেন। দেশকে গর্বিত করেছেন দেবেশ পঙ্কজ, দেবদত্ত প্রিয়দর্শীরা।’

    ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন চার ছাত্র। তাঁদের মধ্যে দেবেশ এবং দেবদত্ত— দু’জনেই কোটার অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের ‘ক্লাসরুম স্টুডেন্ট’। দেবেশ গত সাত বছর ধরে এখানেই পড়াশোনা করছেন। তাঁর বাড়ি মহারাষ্ট্রের জলগাঁওয়ে। তবে তাঁর মা ছেলের পড়াশোনার জন্য কোটায় থাকেন। দেবদত্তর বাড়ি ভুবনেশ্বরে।  

    অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেডেরে সিইও নীতিন কুকরেজা বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন অলিম্পিয়াডে দেশের মেধা ও প্রতিভাকে তুলে ধরতে সবরকম চেষ্টা জারি রেখেছে আমাদের প্রতিষ্ঠান। তার ফলেই প্রতি বছর আমাদের ছাত্ররা  সাফল্য পাচ্ছে এবং দেশকে গর্বিত করছে।’
  • Link to this news (বর্তমান)