• হাওড়া স্টেশনের বাইরে অ্যাপ ক্যাবের কাউন্টার ফাঁকা, ভোগান্তি
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নবান্ন অভিযানের উদ্দেশ্যে সোমবার সকাল থেকেই হাওড়া স্টেশনের সামনে জমায়েত শুরু হয়। সেকারণে স্টেশনের বাইরে থাকা যাত্রীসাথী কাউন্টারে প্রায় দুপুর পর্যন্ত দেখা মেলেনি ক্যাবের। পাশাপাশি দেখা যায়নি অন্যান্য বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার গাড়িকেও। ফলে এদিন চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। সমস্যায় পড়তে হয়েছে অসুস্থ ও প্রবীণদের অনেককেই।

    এদিন সকালে দীর্ঘক্ষণ যাত্রীসাথী কাউন্টারে ক্যাব ধরার জন্য দীর্ঘ লাইন চোখে পড়ে। স্টেশন থেকে বেরিয়ে অনেকেই হন্যে হয়ে গাড়ি খুঁজতে থাকেন। ক্যাব না পেয়ে সময়মতো অফিস পৌঁছনোর জন্য বাসস্ট্যান্ডের দিকে দৌড় দিতে দেখা যায় যাত্রীদের। অনেক যাত্রী আবার মোবাইলে বেসরকারি সংস্থার অ্যাপ ক্যাব বুক করেন। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরেও দেখা মেলেনি গাড়ির। ক্যাবের লাইনে দাঁড়িয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। যাত্রীরা বলেন, ‘এখন প্রায় প্রতি সপ্তাহেই কোনও না কোনও রাজনৈতিক, অরাজনৈতিক কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কখনও বাস পাওয়া যায় না। কখনও আবার ট্যাক্সি মেলে না।’ এদিন সবথেকে সমস্যায় পড়েন চিকিৎসার জন্য শহরতলি থেকে আসা অসুস্থ যাত্রীরা। বৈদ্যবাটি থেকে আসা মৌসুমি ভৌমিক নামের এক যাত্রী বলেন, ‘মায়ের হাঁটুতে অসম্ভব যন্ত্রণা। তাঁকে নিয়ে পিজি হাসপাতালে যাব। অথচ কোনও ক্যাব পাচ্ছি না।’ স্টেশনের বাইরে ভারী লাগেজ নিয়ে ক্যাবের জন্য ঠায় বসে থাকতে দেখা যায় বহু প্রবীণ যাত্রীকে। অন্যান্য দিন সরকারি ও বেসরকারি ক্যাবের পাশাপাশি স্টেশনের বাইরে গাড়ি ভাড়ার জন্য দালালদের হাঁকডাক শোনা যায়। এদিন তাঁদেরও দেখা মেলেনি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)