• ব্যাংককে চারটি স্বর্ণপদক উদয়নারায়ণপুরের বর্ষার
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় থাই কাপ ২০২৫ যোগাসন প্রতিযোগিতায় চারটি সোনার পদক পেল উদয়নারায়ণপুরের বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী বর্ষা বেরা। উদয়নারায়ণপুরের বাসিন্দা সুস্মিতা দেবনাথের পর বর্ষা এই সাফল্য পাওয়ায় খুশি স্থানীয় মানুষ। জানা গিয়েছে, গত ২৬ তারিখ থাইল্যান্ডে যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল। ভারত, চীন, বাংলাদেশ, মায়ানমার, মালয়েশিয়া সহ আটটি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল দু’জন। বর্ষা ১৫ থেকে ২৫ বছর বিভাগে অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় ট্র্যাডিশনাল, আর্টিস্টিক এবং মালখাম বিভাগে অংশ নিয়ে তিনটি সোনার পদক জেতা ছাড়াও ট্র্যাডিশনাল যোগাসন বিভাগে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন হয়ে আরও একটি সোনার পদক জেতে বর্ষা। মেয়ের এই সাফল্যে খুশি বর্ষার মা পূজা বেরা ও বাবা নিতাই বেরা। থাইল্যান্ড থেকে তার মামা তথা কোচ সুবল সখা দেঁড়ে বলেন, তিন বছর বয়স থেকেই বর্ষা যোগাসন শিখছে। বর্তমানে চন্দননগরে যোগাসন শিখছে বর্ষা। আগামী দিনে ‘খেল ইন্ডিয়া খেল’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বর্ষা প্রস্তুতি নেবে। তার এই সাফল্যে খুশি উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। তিনি বলেন, খুব গরিব পরিবারের মেয়ে। আমরা সবাই মিলে আর্থিক সাহায্য করে ওকে থাইল্যান্ডে পাঠিয়েছি। বর্ষা আমাদের গর্বিত করেছে। প্রসঙ্গত, এর আগে দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনটি সোনার পদক জিতেছিলেন উদয়নারায়ণপুরের বাসিন্দা সুস্মিতা দেবনাথ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)