• Breaking News Live: SIR মামলায় মঙ্গলবারও ফের শুনানি সুপ্রিম কোর্টে
    এই সময় | ২৯ জুলাই ২০২৫
  • আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে এক্সে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিস্তার জল ঢুকে ডুয়ার্সে ক্রান্তি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জল কালিম্পংয়ের তিস্তা বাজারে ১০ নম্বর জাতীয় সড়কের উপরে উঠে এসেছে। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সমস্ত গাড়ি লাভা হয়ে কালিম্পং এবং সিকিমে যাতায়াত করছে। দার্জিলিং থেকেও ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।

    কানোয়ার যাত্রায় দুর্ঘটনার বিরাম নেই। এ বার ঝাড়খণ্ডের দেওঘরের জামুনিয়ায় পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। মৃত ৬ পুণ্যার্থী। গুরুতর জখম হয়েছেন ২০ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। জামুনিয়ার মোহনপুর ব্লকে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    কেরালার নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড বাতিল হয়ে যাওয়ার খবর ঠিক নয় বলে দাবি করল ভারতের বিদেশ মন্ত্রক। সোমবার রাতে কেরালার গ্র্যান্ড মুফতির অফিস থেকে দাবি করা হয়েছিল, ইয়েমেনে নিমিষার মৃত্যুদণ্ড বাতিল হয়ে গিয়েছে।

    রবিবার বিকেলেই বীরভূমে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলা ভাষা ও বাঙালিদের উপরে আক্রমণের প্রতিবাদে তিনি মিছিল করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের দ্বিতীয় দিন। মঙ্গলবার ইলামবাজারে সরকারি কর্মসূচিতে তিনি অংশ নেবেন। সেই সঙ্গে বেশ কিছু সমাজকল্যাণমূলক প্রকল্পেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

    সোমবারের পর মঙ্গলবারও বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (SIR) মামলায় সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সোমবার মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি। তাই মঙ্গলবার ফের মামলাটি শুনবে শীর্ষ আদালত।

    সোমবার সংসদে ‘অপারেশন সিঁদুর‘ নিয়ে আলোচনায় কেন্দ্রকে বিরোধীদের একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সোমবারের পর মঙ্গলবারেও সংসদে এই প্রসঙ্গে আলোচনা হবে। আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

    মঙ্গলবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

  • Link to this news (এই সময়)