• অশ্লীল রিলস তৈরি নিয়ে ক্ষুব্ধ কাটোয়া শহরবাসী
    এই সময় | ২৯ জুলাই ২০২৫
  • এই সময়, কাটোয়া: ফেসবুকে ‘মিট-আপ’–এর নামে অশ্লীল রিলস তৈরি করার অভিযোগ উঠল। পুলিশের অনুমতি ছাড়াই এই মিট আপ আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার তথাকথিত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা হাজির হন এখানে।

    অভিযোগ, কন্টেন্ট তৈরির নামে দিনভর কাটোয়া মরাঘাট এলাকায় চলে নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ড। এমনকী ঘাটে স্নান করতে আসা মহিলাদের বিরক্ত করারও অভিযোগ ওঠে।

    কন্টেন্ট ক্রিয়েটারদের এ হেন অসভ্যতায় অতিষ্ট সাধারণ মানুষ। রাতেই এই সমস্ত কন্টেন্ট ক্রিয়াটারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে একটি সামাজিক সংস্থা।

    তাদের অভিযোগ, কাটোয়া শহরকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। রিলস তৈরির নামে প্রকাশ্যে অশ্লীলতা করা হয়েছে। শহরের ছাত্রছাত্রী ও ছোটদের মনে এই ধরনের ঘটনায় কুপ্রভাব পড়বে। ঘটনায় চরম ক্ষুব্ধ বাসিন্দারা।

    জানা গিয়েছে, শহরেরই কয়েকজন নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার দাবি করে নানা ধরনের ভিডিয়ো তৈরি করছেন সামাজিক মাধ্যমে। এদেরই কয়েক জন কাটোয়া শহরের ব্যস্ততম কাশীগঞ্জ স্নানঘাট ও শশ্মানঘাট চত্বরে ফেসবুক মিট-আপ বলে একটি মঞ্চ তৈরি করে ও নিজেদের মতো করে একাধিক ক্রিয়েটারদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে।

    এর জন্য কোনও ধরণের অনুমতি নেওয়া হয়নি। তারস্বরে মাইকে চটুল এবং অশ্লীল গানও বেজেছে বলে অভিযোগ। কয়েকজন মহিলা ও পুরুষ অশ্লীল ভঙ্গিতে নাচেন বলেও অভিযোগ।

    যে সংস্থা থানায় অভিযোগ দায়ের করেছে, তাদের পক্ষে সৌম্যরুদ্র বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এমন অশ্লীল নাচের মাধ্যমে শহরকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। যে শহরে দেবদত্তা মাজি, নিলুফা ইয়াসমিনের মত মেয়েরা দেশের সেরা তালিকায় নাম তুলে শহরকে গৌরবান্বিত করছেন, সেখানেই নিজেদের কন্টেন্ট ক্রিয়েটার পরিচয় দিয়ে কিছু মানুষ এমন ধরনের অসামাজিক, অশ্লীল ভিডিয়ো তৈরি করে শহরকে জনসমক্ষে হেয় করার চেষ্টা করছে।

    পড়ুয়াদের মনে কী বার্তা যাবে? আমরা সে সব ভেবেই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি।’

    পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)