• মঙ্গলেও মেঘাচ্ছন্ন আকাশ, ফের শহরে বৃষ্টির পূর্বাভাস
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ফের সক্রিয় বর্ষার প্রভাব। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে ০৬৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও শহরের আকাশ থাকবে সাধারণত মেঘলা। পাশাপাশি, বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।শহরে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।বৃষ্টির ফলে শহরবাসী কিছুটা স্বস্তি পেলেও, আর্দ্রতা যথেষ্ট বেশি। গতকাল সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ রেকর্ড হয়েছে। যার ফলে ঘাম এবং ভ্যাপসা ভাবও বজায় ছিল।
  • Link to this news (বর্তমান)