• BLO নিয়োগেও বেনিয়মের অভিযোগ, মামলা দায়ের হাইকোর্টে
    হিন্দুস্তান টাইমস | ২৯ জুলাই ২০২৫
  • রাজ্যে ভোটার তালিকায় আসন্ন নিবিড় সংশোধনী নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে তখন বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। প্রাথমিক শিক্ষকদের একাংশের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বুথ লেভেল অফিসারের গুরুদায়িত্ব। এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

    মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বুথ লেভেল অফিসার হিসাবে নিয়োগের বিরোধিতা করে দায়ের হয়েছে মামলা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা করেছেন প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষক। তাঁদের দাবি শিক্ষকদের BLO পদে নিয়োগে সুপ্রিম কোর্টের বিধিনিষেধ রয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে শিক্ষকদের ততটুকুই দায়িত্ব দেওয়া যায় যা তারা শনি ও রবিবার এবং ছুটির দিনে শেষ করতে পারেন। কিন্তু বিভিন্ন জায়গায় বিএলওদের যে দায়িত্বের তালিকা দেওয়া হয়েছে তা ছুটির দিনে শেষ করা সম্ভব নয়। এর ফলে স্কুলের পঠনপাঠন ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়ারা। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)