ফের ভয়ঙ্কর রূপ নিল তিস্তা, বন্ধ রইল দার্জিলিং-কালিম্পংয়ের সড়ক যোগাযোগ
বর্তমান | ২৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আরও ভয়ঙ্কর রূপ নিল তিস্তা। গত কয়েকদিন ধরেই তিস্তা নদী ফুঁসছিল। সোমবার রাতে সিকিম পাহাড়ে জোর বৃষ্টি হওয়ায় দরুণ তিস্তা আরও ফুলেফেঁপে ওঠে। রাতেই দেখা যায় রবিঝোরার কাছে পূর্ত দপ্তরের রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। যার জেরে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এর প্রভাব পড়েছে কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে। কারণ, ১০ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে পূর্ত দপ্তরের ওই রাস্তা। একই সঙ্গে মালবাজার, জলপাইগুড়ি ও মেখলিগঞ্জের কিছু নীচু এলাকায় নদীর জল ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।এদিকে, কালিম্পংয়ে ১০ নম্বর জাতীয় সড়কের ১০ মাইলে নেমেছে ধস। পাহাড়ের উঁচু অংশ থেকে মাটি, পাথর, নুড়ি হুড়মুড়িয়ে নেমেছে রাস্তায়। সবমিলিয়ে বিপর্যস্ত কালিম্পং ও সিকিম। শিলিগুড়ি থেকে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে সরাসরি কালিম্পং ও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি থেকে সংশ্লিষ্ট দুই এলাকার সঙ্গে ঘুরপথে যোগাযোগ করতে হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় ময়দানে নেমেছে প্রশাসন।