• ফের শহরে ভেঙে পড়ল জরাজীর্ণ দুটি বাড়ির একাংশ
    বর্তমান | ২৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনকয়েক আগেই শহর কলকাতায় ভেঙে পড়েছিল পুরনো বাড়ির সামনের অংশ। মঙ্গলবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ফের ফের শহরে ভেঙে পড়ল বিপজ্জনক পুরনো বাড়ির অংশ। তাও আবার একটি নয়। জানাবাজার ও নারকেলডাঙায় দুটি বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর মিলেছে।পুলিস সূত্রে খবর, মঙ্গলবার সকালে দেখা যায় নারকেলডাঙা থানা এলাকার ২০ এ রাজেন্দ্র লাল স্ট্রিটে একটি বিপজ্জনক পুরনো বাড়ির সামনের অংশ ভেঙে পড়েছে। বাড়িটি আগে থেকেই পরিত্যক্ত ছিল। এমনকী ভেঙে পড়ার সময়ও কেউ রাস্তা দিয়ে যাচ্ছিল না, ফলে কোনও ব্যক্তি জখম হননি। বাড়িটিতে কোনও সিঁড়ি না থাকায় ভিতরেও ঢোকা যায়নি। তাই হাইড্রা দিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন।অন্যদিকে, জানবাজারে ভেঙে পড়ে অপর একটি বাড়ির একাংশ। নিউমার্কেট থানার ২৪ এ রানি রাসমণি রোডের ওই বাড়িটি শরীক বিবাদের জেরে জীর্ণপ্রায়। বাড়িটির সামনের এক অংশ ভেঙে দুই বাড়ির মাঝের অংশে পড়েছে। এক্ষেত্রেও হতাহতের খবর নেই।
  • Link to this news (বর্তমান)