বিয়ের ৪ মাসের মধ্যেই তরুণীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি খুন?
প্রতিদিন | ২৯ জুলাই ২০২৫
অর্ণব দাস, বারাসত: বিয়ের চারমাসের মাথায় ভয়ংকর কাণ্ড। বধূকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। ইতিমধ্যেই মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, মৃতার নাম নাসরিন সুলতানা। মাস চারেক আগে নাজমুল হকের সঙ্গে বিয়ে হয় তাঁর। মধ্যমগ্রাম থানায় অস্থায়ী হোমগার্ড হিসেবে কর্মরত ছিলেন ওই যুবক। সূত্রের খবর, বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয় যুগলের মধ্যে। অভিযোগ, নাসরিনের উপর অত্যাচার করত নাজমুল ও তার পরিবার। মারধরও করা হত। এরই মাঝে মঙ্গলবার সকালে তরুণীর বাপের বাড়িতে তাঁর মৃত্যু সংবাদ যায়। জানানো হয়, নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়েই মেয়ের বাড়িতে ছুটে যান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার বাপের বাড়ির দাবি, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁদের মেয়েকে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে নাজমুলকে। তবে খুন আত্মহত্যা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।