অবৈধভাবে ভারতে প্রবেশ, পানিট্যাঙ্কির নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার চিনা নাগরিক
প্রতিদিন | ২৯ জুলাই ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্তে গ্রেপ্তার এক চিনা নাগরিক। সোমবার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসবির জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির নথি ও কথাবার্তায় অসঙ্গতি মেলায় এসএসবির জওয়ানদের সন্দেহ হয়। এরপরেই জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তকে। রাতেই অভিযুক্তকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির কাছ থেকে চিনের নাগরিক পরিচয় পত্র ও একটি সুইজারল্যান্ডের পাসপোর্ট উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে একটি জাল নেপালি নাগরিকত্বের কার্ড বাজেয়াপ্ত হয়। চিনা নাগরিকের কাছে নেপালের কার্ড উদ্ধার হতেই সন্দেহ বাড়ে এসএসবি জওয়ানদের।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সীমান্তে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন জওয়ানরা। সেই সময় এক ব্যাক্তির গতিবিধি নিয়ে সন্দেহ হয় জওয়ানদের। এরপরই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের একাধিক কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে একাধিক দেশের আইডি কার্ড ও পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।
এসএসবি জানিয়েছে একটি পাসপোর্টে অভিযুক্তের নাম খামৃৎশং সেতেন গুরমে । অপর পাসপোর্টে সেঙেইতসাং কর্মা জিমি লেখা ছিল বলে এসএসবি সূত্রে জানা গিয়েছে। ধৃত চিনা নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। তাঁর কথাবার্তায় বেশকিছু অসংগতি পাওয়া গেছে। ধৃতের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।