• দুর্গাপুর-সিউড়ি আরও কাছে, বীরভূম থেকে জয়দেব সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৯ জুলাই ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অজয় নদের উপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে বোলপুর যাওয়া এবার আরও সহজ হবে বলে খবর। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের জয়দেবের এবং পশ্চিম বর্ধমানের বিদবিহারের অজয় নদের উপর গড়ে উঠল স্থায়ী সেতু। ১৩৮ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে এই সেতু নির্মাণ হল। নাম দেওয়া হল জয়দেব সেতু।

    অজয় নদ পেরনোর জন্য সাধারণ মানুষের প্রচুর ভোগান্তিতে পড়তে হত। বর্ষার সময় সেই পথ পেরনো আরও দুঃসহ হয়ে যেত বলে খবর। রাজ্য সরকার অজয় নদের উপর সেতু নির্মাণের জন্য উদ্যোগী হয়েছিল। আজ, মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা থেকে এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁকসার বিদবিহারেও ভার্চুয়ালি অনুষ্ঠান মঞ্চ করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, জেলাশাসক পন্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও ছিলেন নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল প্রমুখ।

    উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অজয় নদের উপর যে সেতু গড়ে উঠেছে সেই সেতুর নাম জয়দেব সেতু করা হোক। এই সেতু হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। জয়দেবের মেলায় আসতেও মানুষের সুবিধা হবে।” এদিনই এই সেতু দিয়ে চালু হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) দুর্গাপুর-সিউড়ি রুটের বাস। শিবপুর থেকে এদিন এই বাস পরিষেবা চালুর কথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুর থেকে সিউড়ি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়ে গেল। দুর্গাপুর-সিউড়ির মধ্যে এই সেতুর ফলে দূরত্ব কমল। সেতু তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় হবে।” তিনি আরও বলেন, “এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবে দুই জেলার মানুষ। পণ্য পরিবহণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগসূত্র আরও নিবিড় হল।আমরা খুব খুশি।” শিক্ষক আনন্দময় গরাই বলেন,”আমাদের ভোগান্তির মুখে পড়তে হতো কাঁকসা থেকে বীরভূমের স্কুলে যেতে। এই সেতুর দীর্ঘদিনের চাহিদা ছিল। সেই সেতু উপহার পেয়ে আমরা গর্বিত।”

    দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের সেতু উপহার দিয়েছেন। তাই আমরা নতুন বাস পরিষেবা শুরু করলাম। আপাতত একটি বাস দুর্গাপুর থেকে সিউড়ি রুটে চলবে। ধাপে ধাপে আরও বাস পরিষেবা বাড়ানো হবে।” সেতু উদ্বোধন হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষজনও।
  • Link to this news (প্রতিদিন)