• টানা বৃষ্টিতে বিপত্তি! খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
    প্রতিদিন | ২৯ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক নিম্নচাপের জেরে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে বাংলাজুড়ে। এরই মাঝে মঙ্গলবার সকালে খাস কলকাতার রানি রাসমণি রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। তবে হতাহতের কোনও খবর নেই।

    তিলোত্তমা জুড়ে দাঁড়িয়ে একাধিক জড়াজীর্ন পুরনো বাড়ি। অধিকাংশকেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে পুরসভার তরফে। সবগুলোকেই মেরামতির নির্দেশ দেওয়া হয়। সাফ জানানো হয়, মেরামত না হওয়া পর্যন্ত ওই বাড়ি বসবাসের যোগ্য নয়। মঙ্গলবার সকালে সেরকমই একটি পুরনো বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২৪ এ রানি রাসমণি রোডে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও পুরসভার আধিকারিকরা।

    জানা গিয়েছে, ইতিমধ্যেই পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। এদিন দুর্ঘটনার সময় সম্ভবত বাড়িটি ফাঁকা ছিল, তাই বড় কোনও বিপদ ঘটেনি। বাড়ির মালিকপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে পুলিশ ও পুরসভার তরফে। উল্লেখ্য, গত জুন মাসে বউবাজারের শ্রীনাথ দাস লেনের ভেঙে পড়েছিল বহু পুরনো এক বাড়ি। সময়ের নিয়মে ভগ্নপ্রায় দশা হয়েছিল সেটিরও। তাই মেরামতির কাজ চলছিল। তার মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বাড়িটির একাংশ। এক শ্রমিক গুরুতর জখম হয়েছিলেন।  
  • Link to this news (প্রতিদিন)