• ভাঙল ৫ বছরের রেকর্ড, কলকাতায় স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বেশি বৃষ্টি জুলাইয়ে
    এই সময় | ৩০ জুলাই ২০২৫
  • যখন তখন মুখ গোমড়া হয়ে যাচ্ছে আকাশের। প্রায় রোজই সকাল-বিকেল হচ্ছে বৃষ্টিপাত। জুলাইয়ে আবহাওয়ার এই মেজাজে বিরক্ত বহু মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পাঁচ বছরের মধ্যে চলতি বছরের জুলাই মাসের এখনও পর্যন্ত রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়, পরিমাণ ৫৯৩.৬ মিলিমিটার। এ দিকে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৬২ মিলিমিটার। সেই হিসেবে চলতি বছরে জুলাই মাসে এখনও পর্যন্ত কলকাতায় স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত বছর জুলাই মাসে কলকাতায় বৃষ্টিপাত হয়েছিল ৩২৮.৪ মিলিমিটার।

    জুলাই মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে, এই পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। তবে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও ২৮ জুলাই পর্যন্ত স্বাভাবিকের থেকে ১৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। যেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫৭১.৮ মিলিমিটার, সেখানে ওই তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৬৮০.৮ মিলিমিটার। যদিও উত্তরবঙ্গে জুলাইয়ে এখনও পর্যন্ত ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। সেখানে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১০০৫.৩ মিলিমিটার। কিন্তু বৃষ্টি হয়েছে ৭১০.৭ মিলিমিটার।

    আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, বুধবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বৃহস্পতিবার অবশ্য বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমবে। কোনো কোনও এলাকায় দু’এক পশলা হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী শনি থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

  • Link to this news (এই সময়)