• বীরভূম থেকে মমতার ফোন নারায়ণ গোস্বামীকে, হঠাৎ কী হলো?
    এই সময় | ৩০ জুলাই ২০২৫
  • সাত সকালে হঠাৎই মুখ্যমন্ত্রীর ফোন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতিকে। মঙ্গলবার বীরভূম থেকে ফোন করে বনগাঁর প্লাবিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন সভাধিপতি নারায়ণ গোস্বামীকে।

    গত কয়েক দিনে দফায় দফায় ভারী বৃষ্টিতে বনগাঁ, বাগদা, গাইঘাটা-সহ অন্যান্য এলাকা কার্যত জলমগ্ন। বিপাকে কয়েকশো বাসিন্দা। ঘর ভাসছে, ভাসছে পথ। প্রবল দুর্দশায় সাধারণ মানুষ। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন ত্রাণ শিবির খুলে বহু মানুষকে সেখানে নিয়ে গিয়েছে। এখনও অবধি প্রায় ৫০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে সেখানে।

    সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘আজ সকালে বীরভূম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন। তিনি বলেন, বনগাঁ মহকুমায় বাগদা, বনগাঁ ও গাইঘাটা ব্লকে ৭-৮টি জায়গা প্লাবিত হয়েছে। মানুষ জলবন্দি। আবার এমনও অবস্থা আছে, যেখানে ৮-১০টা ত্রাণশিবির খুলতে হয়েছে। তিনি জেলাশাসককে যেমন নির্দেশ দেন, আমাকেও নির্দেশ দেন জলমগ্ন জায়গা ঘুরে দেখতে।’

    বুধবার নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সেখানে যাবেন। সভাধিপতি জানান, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে, জেলা প্রশাসনকে জানাবেন। ফিরে বিস্তারিত রিপোর্ট দেবেন মুখ্যমন্ত্রীকে।

  • Link to this news (এই সময়)