স্কুলছাত্রীর ধর্ষণ, রিক্সাচালককে ২০ বছরের সাজা শোনাল বাঁকুড়া আদালত
প্রতিদিন | ৩০ জুলাই ২০২৫
টিটুন মল্লিক, বাঁকুড়া: স্কুলছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এক রিক্সাচালককে। আদালতের শুনানিতে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সাজা শোনাল আদালত। বাঁকুড়া জেলা আদালত এদিন এই রায় শুনিয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ২০২০ সালের। বাঁকুড়া সদর থানার এলাকার বাসিন্দা দশম শ্রেণির ওই ছাত্রী। ওই এলাকাতেই বাড়ি বাসু কালিন্দী নামে অভিযুক্ত রিকশাচালকের। সেই বছর ওই ছাত্রীকে প্রথমে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। কাউকে কিছু জানালে ফল আরও ভয়াবহ হবে। সেই হুমকিও দেওয়া হয়েছিল। ভয়ে ওই কিশোরী ঘটনার কথা বাড়ির কাউকেই জানায়নি। এদিকে সেই সুযোগে দিনের পর দিন ভয় দেখিয়ে ওই কিশোরীকে ওই রিক্সাচালক ধর্ষণ করে বলে অভিযোগ।
দিনের পর দিন এই অত্যাচারে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল কিশোরী। এদিকে তাঁকে দেখে পরিবারের লোকজনদেরও সন্দেহ হয়েছিল। শারীরিক পরীক্ষা হলে দেখা যায় সে অন্তঃসত্ত্বা। এরপরই বাড়ির লোকের চাপে অত্যাচারের ঘটনা খুলে বলে ওই কিশোরী। নাবালিকার পরিবার বাঁকুড়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে ওই রিক্সাচালককে গ্রেপ্তার করে। শুরু হয় বাঁকুড়া আদালতে মামলার শুনানি। ঘটনার দেড় মাস পর পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট জমা করা হয়। ১২ জনের সাক্ষ্যপ্রমাণ পেশ হয় আদালতে। শুধু তাই নয়, ওই কিশোরীর গর্ভস্থ সন্তানের সঙ্গে অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করানো হয়। সেই ডিএনএ রিপোর্টও মিলে যায়। গতকাল, সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ, মঙ্গলবার দোষী ব্যক্তিকে ২০ বছরের সাজা শোনালেন বিচারক। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড বলেও আদালত সূত্রে জানানো হয়েছে।