• 'ভাষা আন্দোলনের কাণ্ডারি যখন…' কবিতা বললেন মমতা, ভিডিয়ো পোস্ট শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৫
  • ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি শ্রমিকদের নানা হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। আর তার জেরেই এবার ভাষা আন্দোলনের ডাক।

    তবে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে লিখেছেন, ভাষা আন্দোলনের কাণ্ডারি যখন পথ হারিয়ে ফেলেন, তখন ম্যানেজ দিতে যে কাণ্ড করেন! এরপর তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আর তার পাশেই একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কবিতা বলছেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কবিতা বলতে গিয়ে বার বার খেই হারিয়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

    শুভেন্দু লিখেছেন এক্স হ্যান্ডলে,' কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা,

    কারণ পাঠ করার সময় মঞ্চে ভুলে যাই প্রায়শই, হয়ে যাই দিশেহারা !!!

    কি করি, কি করি, কার পানে চাই, কে ধরাবে খেই,

    আমিই তো লেখিকা কথাঞ্জলির, ভুল ধরবার কেউ নেই।।

    ভাষা এত বিশাল একটা বিষয় যে, পৃথিবীর কারুর ক্ষমতা নেই খাটো করার, কিন্তু সামাজিক অবক্ষয় ও অধঃপতন ঘটানোর অপচেষ্টা তখন বোঝা যায় যখন একটা সরকার ও সেই সরকারের চাটুকার ও তাঁবেদাররা "গীতাঞ্জলি-র" বদলে "কথাঞ্জলি" কে সেরা সাহিত্য বলে চালানোর অপচেষ্টা করে থাকেন।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)