• টানা বৃষ্টি, দোসর হল সিকিমের বাঁধ, জলের তলায় তিস্তাবাজার, প্লাবিত জাতীয় সড়ক! কালিম্পঙে আতঙ্ক
    আনন্দবাজার | ২৯ জুলাই ২০২৫
  • নাগাড়ে বৃষ্টি হচ্ছে দার্জিলিং ও কালিম্পঙে। সোমবার রাত থেকে উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টিপাত যেমন হয়েছে, তেমনই ছাড়া হয়েছে বাঁধের গেট। তার ফলে প্লাবিত তিস্তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার রাত থেকে ঘুম উড়েছে কালিম্পং জেলার তিস্তাবাজার এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বাজছে সাইরেন। সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তার পারের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তত ক্ষণে প্লাবিত হতে শুরু করেছে তিস্তাবাজারের নিম্ন অববাহিকা অঞ্চলও। মুহূর্তের মধ্যে জলের পরিমাণ বেড়ে যায়। প্লাবিত হয়েছে জাতীয় সড়কও। এখন জলের তলায় ২৯ মাইলের একাধিক এলাকা।

    সকাল থেকে কোমর বেঁধে কাজে নেমে পড়েছে কালিম্পং জেলা প্রশাসন ও পূর্ত দফতর। তিস্তাবাজারের বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। সকালের পর জল খানিকটা নামার পর আবার উদ্ধারকাজ শুরু হয়। রাস্তায় জমা জল, পলি, পাথর পরিষ্কার করতে থাকেন পূর্ত দফতরের কর্মীরা। কিন্তু বিকেল পর্যন্ত তিস্তাবাজারের বিভিন্ন রাস্তা জমা জলের তলায়। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কালিম্পং বিডিও শামিরুল ইসলাম। তিনি বলেন, ‘‘রঙ্গিতে ড্যামের গেট খুলে দেওয়ার ফলে জলের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। তবে আমরা সতর্ক ছিলাম। ভোররাতেই বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরানো হয়েছে। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব পলি, নুড়ি, পাথর সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’’

    মঙ্গলবার দফায় দফায় বন্ধ হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক। বিরিকদাড়ার কাছে ধস নেমেছে। তাই সাময়িক ভাবে ওই রাস্তায় যান চলাচল বন্ধ। বিকল্প পথ হিসাবে ব্যবহার করা হচ্ছে লাভা ও গরুবাথানের রাস্তা।
  • Link to this news (আনন্দবাজার)