সমকামীদের ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগ! পুলিশ গ্রেফতার করল তিন অভিযুক্তকে
আনন্দবাজার | ২৯ জুলাই ২০২৫
সমকামীদের ডেটিং অ্যাপে আলাপ হওয়া ‘বন্ধু’র সঙ্গে দেখা করতে গিয়ে বিপদে পড়লেন এক যুবক। বদনাম করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বালিগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
অভিযোগ, অ্যাপের মাধ্যমে ‘আশিস’ নামে এক যুবকের সঙ্গে আলাপের পর বালিগঞ্জ সার্কুলার রোডের একটি আবাসনে দেখা করতে গিয়েছিলেন অভিযোগকারী। সেই সময় অভিযুক্তের আরও দুই সঙ্গী ওই আবাসনে গিয়ে অভিযোগকারীকে বদনাম করে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় ৯৬, ৮৮৮ টাকা হাতিয়ে নেয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে অর্থ দেওয়া হয়েছিল তিন অভিযুক্তকে।
গত ১৭ জুলাই এ বিষয়ে বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ২০১৮ সালের সেপ্টেম্বরে রায় দিয়েছিল সমকামিতা অপরাধ নয়। সমকামিতাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ হিসাবে বর্ণনা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাও বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। তবুও সামাজির মর্যাদাহানির ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে।