অগস্টে বিদ্যাসাগর সেতু ২৪ ঘণ্টা বন্ধ রাখতে চেয়ে চিঠি
আনন্দবাজার | ২৯ জুলাই ২০২৫
সংস্কার এবং কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডরের কাজের জন্য অগস্ট মাসে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হতে পারে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল। পুলিশ সূত্রের খবর, ওই দুই কাজের জন্য ইতিমধ্যেই লালবাজারে চিঠি পাঠিয়েছে সেতুর দেখাশোনার দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। তাতে ৯ অগস্ট রাত থেকে ১০ অগস্ট রাত পর্যন্ত সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে। তবে সূত্রের খবর, এ ব্যাপারে হাওড়া এবং কলকাতা পুলিশের তরফে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, পয়লা অগস্ট শুরু হবে ছ’লেনের এলিভেটেড করিডরের কাজ। তার জন্য বিদ্যাসাগর সেতুতে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে।
এক পুলিশকর্তা জানান, পয়লা অগস্ট বেলা ১২টা থেকে বিকেল চারটের মধ্যে বন্দর এলাকা থেকে যে সব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ির বিদ্যাসাগর সেতু ধরে কোনা এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা, এলিভেটেড করিডরের কাজের জন্য সেই সব গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতার দিক থেকে কোনা এক্সপ্রেসওয়েমুখী ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি বিদ্যাসাগর সেতু ধরে শুধু যেতে পারবে। ওই সময়ে কলকাতার দিকে আসা পণ্যবাহী গাড়িকে নিবেদিতা সেতু ধরে শহরে প্রবেশ করতে হবে।