• বোনেদের দুয়ারে অভিনব রাখি পৌঁছে দেওয়াতেই আনন্দ রায়গঞ্জের শ্রেয়সীর
    বর্তমান | ৩০ জুলাই ২০২৫
  • নির্মাল্য সেনগুপ্ত  রায়গঞ্জ

    সুতির কাপড়, সুতো দিয়ে মেয়েদের জন্য রকমারি গয়না বানিয়ে, হয়েছিল হাতেখড়ি। সেই শখ থেকেই এবার নিত্যনতুন ডিজাইনের রাখি বানিয়ে নজর কাড়ছেন রায়গঞ্জের বয়স চব্বিশের শ্রেয়সী চক্রবর্তী। শুধু তাই নয়, নিজের হাতে তৈরি সেই রাখি সরাসরি পৌঁছে দিচ্ছেন বোনেদের দুয়ারে। আগামী সপ্তাহে রাখিবন্ধন উৎসবের আগে অভিনব এই পন্থায় আপ্লুত বোনেরাও। 

    নিছক শখ থেকেই এক সময় গয়না বানানো শুরু করেন সদ্য কলেজ পাসআউট শ্রেয়সী। রায়গঞ্জ তথা জেলার মধ্যেই শুধু নয়, মুম্বই, গুজরাতেও সেই গয়না পাড়ি দিয়েছে। এরই মাঝে নতুন ডিজাইনের রাখি তৈরিও শুরু করেন। ধান, কড়ি, সুতো দিয়ে তৈরি করেন বাহারি রাখি। যেগুলির বিশেষত্ব হল, বিন্দুমাত্র প্লাস্টিকের অস্তিত্ব নেই। বরং পরতে পরতে রয়েছে ধান-কড়ি, সুতো, কটন বল দিয়ে তৈরি নানা সামগ্রী। সঙ্গে সুতি কাপড়ের পমপম, কার্ড বোর্ড, ডলি সুতো, স্টিলের বল, ফেব্রিক কালার, ঝুমকা, আঠা। এভাবেই সূক্ষ্ম কারুকাজ দিয়ে রায়গঞ্জের উদয়পুর এলাকার বাসিন্দা শ্রেয়সী ঘরে বসেই বানিয়ে চলেছেন রাখি। বোনেদের চাহিদা অনুযায়ী রাখিগুলির কোনওটিতে সুন্দর ডিজাইনে ‘দাদা’, ‘ভাই’, ‘দাদুভাই’, এমন নানা শব্দবন্ধ লিখে দেওয়া হচ্ছে। আর এসব রাখি শুধু রায়গঞ্জ নয়, পাড়ি দিচ্ছে  কালিয়াগঞ্জ, মালদহ, শিলিগুড়ি, বুনিয়াদপুর, গঙ্গারামপুরের মতো জায়গায়। 

    শ্রেয়সী বলেন, বাজারে যেসব রাখি পাওয়া যায়, তার থেকে আমার তৈরি রকমারি ডিজাইনের রাখির চেহারা আলাদা। তাই সম্প্রতি ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা শেষে হ্যান্ডমেড গয়না ও রাখি তৈরিতে মনোনিবেশ করেছি। খুব আনন্দ হয় যখন কোনও বোন আমাকে রাখি তৈরির অর্ডার দেন এবং তাঁর চাহিদা অনুযায়ী তৈরি করে দুয়ারে পৌঁছে দিই। বিশেষ করে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ থেকে অর্ডার এলে নিজেই চলে যাই। এতেই আমার আনন্দ। মা বন্দনা চক্রবর্তী ও কলেজ পড়ুয়া বোন সুদীপ্তা চক্রবর্তীও শ্রেয়সীকে সাহায্য করেন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)