• বিদেশি মদের দাম অনেকটাই, সস্তার ‘সুধা’য় মজে চা বাগানের যুব সমাজ
    বর্তমান | ৩০ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ফালাকাটা: দিন যত যাচ্ছে, মদের দামও বাড়ছে। ফলে, তা চা বলয়ের গরিব যুবকদের হাতের নাগালের বাইরে। তার থেকে সস্তার ‘সুধা’ই ভালো। ভাবছেন সুধা আবার কী? এটি আসলে একটি  ক্যাপসুলের সাঙ্কেতিক নাম। পুলিস, বাড়ির লোক বা পরিচিতদের চোখ ফাঁকি দিতে এলাকার যুবকরা ও বিক্রেতারা নেশার এই ক্যাপসুলকে সুধা নাম দিয়েছেন। একে তো মদের থেকে দামে সস্তা, তার উপর এই ক্যাপসুল খেলে মুখ থেকে মদের মতো গন্ধ বের হয় না। এই কারণে চা বলয়ের যুবকরা মদের বদলে এখন সুধার দিকে ঝুঁকছেন।

    মঙ্গলবার ফালাকাটা শহরের ট্রাফিক পয়েন্টে নাকা চেকিংয়ের সময় পুলিস প্রায় পাঁচ লক্ষ টাকার এই ক্যাপসুল সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিস ৩৮ হাজার ৪০০টি ক্যাপসুল উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করেছে একটি ছোট গাড়ি ও একটি বাইকও। জয়গাঁ থানা এলাকাতেও পুলিস মাঝেমধ্যে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করছে। 

    আলিপুরদুয়ার জেলার চা বলয়ের থানা এলাকাগুলিতে পুলিসি অভিযানে প্রায় বাজেয়াপ্ত হচ্ছে এই ক্যাপসুল। গত রবিবার কালচিনির গুদামডাবরীতে পুলিস ৯৬০টি এমন ক্যাপসুল ও ১০০টি ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তারও আগে বীরপাড়া থানার পুলিস ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্দা সেতুর কাছে এই ক্যাপসুল সহ দুই যুবককে গ্রেপ্তার করে। 

    সূত্র মারফত জানা গিয়েছে, এই মাদক বিহার থেকে মালদহ হয়ে কোচবিহারে আসছে। তারপর কোচবিহার থেকে গোপনে পৌঁছে যাচ্ছে চা বাগানগুলিতে। পুলিস এই কারবার বন্ধ করতে সবরকম চেষ্টা করছে। তার জন্য জেলাজুড়ে প্রতিদিনই অভিযান চালিয়ে সাফল্যও মিলছে।

    আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন,জেলাজুড়ে অভিযান চলছে। মঙ্গলবার পাঁচ লক্ষ টাকার ওই ট্যাবলেট উদ্ধার হয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)