সংবাদদাতা, পুরাতন মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হল গাজোল এবং বামনগোলা রাজ্য সড়কের পাঁচটি নতুন সেতু। মঙ্গলবার বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি মালদহ জেলার সেতুগুলির উদ্বোধন করেন তিনি। জেলা এবং গাজোল ব্লক প্রশাসনের তরফে স্থানীয় রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের আলতোর সেতু সংলগ্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। সেখানে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। উপস্থিত ছিলেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, পুলিস সুপার প্রদীপকুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যরা। ভার্চুয়াল অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের সংযোগকারী গাজোল এবং বামনগোলা সড়কে টাঙন নদী, বিভিন্ন খাঁড়ির উপরে পাঁচটি সেতুর উদ্বোধন হয়েছে। সেতুগুলি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। গাড়ি চলাচল করতে পারত না। নতুন সেতুতে জেলার মানুষের উপকার হবে।
ব্লক প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোল-বামনগোলা রাজ্য সড়ক পূর্তদপ্তরের অধীনে। ওই রুট সংশ্লিষ্ট দু’টি ব্লকের সাধারণ মানুষের কাছে কার্যত লাইফলাইন। ওই সড়ক দিয়ে পাকুয়া হয়ে দক্ষিণ দিনাজপুর, অন্যদিকে রানিগঞ্জ সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষ গাজোলের থানা, স্টেট জেনারেল হাসপাতাল, কলেজ, একাধিক হাইস্কুলে যেতে সবাই নির্ভরশীল হয়ে থাকেন। ওই রুটে টাঙন, বিভিন্ন খাঁড়ির উপর পাঁচটি সেতু দুর্বল এবং সংকীর্ণ ছিল। অতীতে রাস্তায় একটি যানবাহন গেলে অন্যটি যেতে পারত না। এতে ওই এলাকায় কৃষকদের ফসল হাটে নিয়ে যেতে সমস্যা হতো। শুধু তাই নয়, আগে ছোট দুর্ঘটনা ঘটনা ঘটে। যে কোনও মুহূর্তে ছোট সেতু ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। যোগাযোগ ব্যবস্থা উন্নতির স্বার্থে পূর্তদপ্তরের উদ্যোগে সিঁদুর মুচি, আলতোর, সালুকা ১, সালুকা ২, সালুকা ৩ এলাকায় সেতুগুলি নির্মাণ করা হয়। জেলাশাসক বলেন, পাঁচটি সেতু ভার্চুয়ালি উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমরা পূর্তদপ্তরকে বলেছি, সেতু ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হবে। সেতু বেশ চওড়া হয়েছে। এতে মানুষের সুবিধা হবে। পূর্তদপ্তরের সড়ক বিভাগের নির্বাহী বাস্তুকার সুভাষ পাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সুদীপ্ত কুণ্ডু উদ্বোধনে ছিলেন। তাঁদের কথায়, পাঁচটি সেতু করতে দপ্তরের প্রায় ১৯ কোটি টাকা খরচ হয়েছে। ভার্চুয়ালি গাজোলে পাঁচটি সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।-নিজস্ব চিত্র