নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জেলায় শিক্ষাব্যবস্থা ও তার পরিকাঠামো কেমন, সেটা খতিয়ে দেখতে তিনদিনের সফরে দক্ষিণ ২৪ পরগনায় এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পাঁচ সদস্য। এর মধ্যে দু’জন বিরোধী দলের এবং দু’জন শাসকদলের বিধায়ক। মঙ্গলবার তাঁরা কাকদ্বীপের একটি প্রাথমিক ও একটি হাই স্কুল পরিদর্শন করেন। মিড ডে মিল রান্না থেকে পঠনপাঠন, সব কিছু নিয়েই পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ওই কমিটি। তাদের সঙ্গে জেলা প্রশাসনের শিক্ষাবিভাগের আধিকারিক সহ অন্য পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষক ঘাটতি রয়েছে যে স্কুলগুলিতে, সেখানে এই সংক্রান্ত সমস্যা বেশি উঠে এসেছে এদিনের পরিদর্শনে। মিড ডে মিল রান্না ঠিক মতো হচ্ছে কি না, ছাত্রছাত্রীরা ঠিকমতো খাওয়া-দাওয়া পাচ্ছে কি না ইত্যাদি প্রশ্ন করেন সদস্যরা। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের অফিসে সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। সেখানেও জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক অপ্রতুলতার কথা তুলে ধরা হয়। আজ, বুধবার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা গঙ্গাসাগরের কয়েকটি স্কুল ঘুরে দেখবেন বলে ঠিক রয়েছে। তারপরের দিন তারা পাথরপ্রতিমা গিয়ে সফর শেষ করবেন। স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে থাকা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়ক বলেন, সুবিধা, অসুবিধের কথা তাঁরা নথিভুক্ত করেছেন সদস্যরা। নিজস্ব চিত্র