• মুখ্যমন্ত্রীর নির্দেশ, আজ বনগাঁর জলমগ্ন এলাকায় জেলা প্রশাসন
    বর্তমান | ৩০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: টানা বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকাও জলমগ্ন। বিষয়টি জানার পরেই মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে  নির্দেশ দিয়েছেন  মুখ্যমন্ত্রী। সেইমতো আজ, বুধবার জলমগ্ন এলাকা পরিদর্শনে করবেন সভাধিপতি নারায়ণ গোস্বামী, বারাকপুরে সাংসদ পার্থ ভৌমিক, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী সহ প্রশাসনের কর্তারা। এই বিষয়ে নারায়ণ গোস্বামী বলেন, বনগাঁ মহকুমার বেশ কয়েকটি এলাকা জলমগ্ন রয়েছে। মুখ্যমন্ত্রীকে বর্তমান পরিস্থিতি জানিয়েছি। কতগুলি ত্রাণ শিবির চালু রয়েছে, তাও বলেছি। বুধবার এলাকায় গিয়ে সমস্ত তথ্য ফের মুখ্যমন্ত্রীকে জানাব। উল্লেখ্য, বনগাঁর আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুরের কয়েকশো বাড়িতে  জল ঢুকেছে। গত ১০ দিন ধরে জল জমে থাকার কারণে কয়েকটি কাঁচা বাড়িও পড়ে গিয়েছে। জমা জল আটকে থাকায় পানীয় জলের সমস্যা থেকে পোকামাকড় সহ সাপের উপদ্রব নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
  • Link to this news (বর্তমান)