প্রশাসনের নির্দেশ মানছেন না বহু মৎস্যজীবী, সতর্ক করতে বৈঠক
বর্তমান | ৩০ জুলাই ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। মরশুম শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু মৎস্যজীবী নির্দেশ মেনে চলছেন না। এই কারণে সমস্যায় পড়েছে উপকূলরক্ষী বাহিনী। বিশেষত আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি ট্রলারগুলিতে থাকা মৎস্যজীবীদের পরিচয় জানার সময় সমস্যায় পড়ছেন রক্ষীরা। দেখা গিয়েছে, একাধিক ভারতীয় ট্রলারের ক্ষেত্রে এক ছবি। গড়ে পাঁচজনের কাছে পরিচয়পত্র থাকছে না। উপকূলরক্ষীরা বিষয়টি রাজ্যের মৎস্যদপ্তরকে জানায়। মঙ্গলবার মৎস্যদপ্তর উপকূলরক্ষী এবং মৎস্যজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করে। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘প্রতিটি ট্রলারের সব মৎস্যজীবীকে আসল সচিত্র পরিচয়পত্র রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে মৎস্যদপ্তর। এছাড়াও বেশ কিছু ট্রলার ট্রান্সপন্ডারের (গভীর সমুদ্র থেকে বিপদ সংকেত পাঠানোর মেশিন) সুইচ বন্ধ রাখছে। সেগুলি সর্বক্ষণ চালু রাখতে হবে।’ ডায়মন্ড হারবারের (সামুদ্রিক) সহ মৎস্য অধিকর্তা সুরজিৎ বাগ বলেন, ‘বেশ কয়েকটি বিষয় নিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। এছাড়াও এই বিষয়গুলি নিয়ে প্রতিটি বন্দরে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করা হবে।’