• ডায়মন্ডহারবারে লাল পোল সেতুর ভার্চুয়াল উদ্বোধন মমতার
    বর্তমান | ৩০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার বীরভূম থেকে ভার্চুয়ালি ডায়মন্ডহারবার শহরে অবস্থিত লাল পোল সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ আমলে তৈরি এই সেতু জরাজীর্ণ অবস্থায় ছিল দীর্ঘদিন। সেটি ভেঙে নতুন করে তৈরি করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে পূর্তদপ্তর নতুন এই সেতুটি তৈরি করেছে। এর দৈর্ঘ্য ৮০ মিটার এবং সাড়ে সাত মিটার চওড়া। সেতুর দু’দিকে দেড় মিটার করে ফুটপাতও রয়েছে। এই সেতু তৈরি হওয়ায় কপাটহাট থেকে লালপোল সেতুর উপর দিয়ে সমস্ত যানবাহন নতুনপোল পর্যন্ত গিয়ে ১১৭ নম্বর জাতীয় সড়কে উঠবে। সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড চওড়া করার কাজও চলছে। সেটি সম্পূর্ণ হলে যানবাহন চলাচলে আরও সুবিধে হবে এবং শহরের বুকে কমবে যানজট সমস্যা। এদিনের অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও ডায়মন্ডহারবার পুলিস জেলার সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা হাজির ছিলেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)