নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজার সাইবার থানার গোয়েন্দারা সোমবার রাতে শহরের তিলজলা এবং বউবাজার থানা এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন শুভেন্দু গায়েন এবং নীরজকুমার সাহানি। পিওএস জালিয়াতি এবং ভুয়ো সিমকার্ড চক্রের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে এঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে লালবাজার জানাচ্ছে। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা দুটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বিভিন্ন সংস্থার প্রচুর সিমকার্ড বাজেয়াপ্ত করেছেন। ধৃত এই দু’জনকে মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ৮ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।