সমকামী সম্পর্কের টোপ, বালিগঞ্জে ডেকে তোলাবাজির ঘটনায় ধৃত তিন
বর্তমান | ৩০ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমকামীদের মধ্যে জনপ্রিয় অ্যাপে আলাপ হয়েছিল। তারপর সম্পর্কের টোপ দিয়ে ডেকে পাঠিয়ে অভিনব তোলাবাজি শহরের অভিজাত বালিগঞ্জে! প্রতারিত এক যুবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিস। ধৃতরা হল, বিজয় স্টিফেন সিং (৩১), ইরফান আহমেদ (২৮) এবং মহম্মদ ওয়াজেদ (২৬)। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত চলতি মাসের গোড়ার দিকে। পার্ক সার্কাসের বাসিন্দা প্রতারিত ওই যুবক লিখিত অভিযোগে পুলিসকে জানিয়েছেন, সমকামীদের মধ্যে বহুল প্রচলিত অ্যাপের মাধ্যমে জনৈক আশিস নামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। এই আলাপ ঘনিষ্ঠতায় গড়ালে সমকামী- সম্পর্কের কথা বলে তাঁকে বালিগঞ্জ এলাকায় ডেকে পাঠায় সে। সেখানে যাওয়ার পর আশিস তাঁকে বাইকে করে বালিগঞ্জ সার্কুলার রোডের ঝুপড়িতে নিয়ে যায়। সেখানে তাঁরা ঘনিষ্ঠ হতেই আচমকাই ঘরের মধ্যে অজ্ঞাতপরিচয় দুই যুবক ঢুকে পড়ে। এরপরই তারা মোবাইল বের করে তাঁদের ঘনিষ্ঠ অবস্থার ছবি তুলতে শুরু করে।
ওই যুবক প্রতিবাদ জানালে, অজ্ঞাতপরিচয় যুবকরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি এই ঘনিষ্ঠ মহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ‘ভাইরাল’ করে দেওয়ার হুমকি দিয়ে ইউপিআই অ্যাপের মাধ্যমে কয়েক দফায় প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই ১৭ জুলাই ওই যুবক বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তিন যুবকের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিস।
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, তদন্তে নেমে বালিগঞ্জ থানার পুলিস সিসি ক্যামেরার ফুটেজ, ইউপিআই লেনদেনের সূত্র এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মূল অভিযুক্ত আশিস ওরফে বিজয় স্টিফেন সিংকে গ্রেপ্তার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস বাকি দুই অভিযুক্তকে বেনিয়াপুকুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ এই সমকামী অ্যাপের মাধ্যমেই আলাপের পর সম্পর্কের টানে সাড়া দিতে গিয়ে কলকাতার চারু মার্কেট থানা এলাকায় আবিনাশ বাউড়ি নামে এক যুবক খুন হয়ে যান। এই খুনের মামলা এখন আদালতে বিচারাধীন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।