নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগরে সাপের কামড়ে মৃত্যু মাঝবয়সি এক মহিলার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম জয়ন্তী হালদার। তিনি শ্যামনগরের ক্ষুদিরাম নগরের বাসিন্দা। মঙ্গলবার বিষধর সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির লোকেরা তাঁকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, চন্দ্রবোড়ার মতো বিষধর কোনও সাপ ওই মহিলাকে কামড়েছিল।