নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ভবঘুরের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বারাকপুর স্টেশনের কাছে। দু’নম্বর লাইন দিয়ে আসছিল একটি ডাউন ট্রেন। হঠাৎই ওই ভবঘুরে লাইনের উপর চলে আসেন। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে রেল পুলিস দ্রুত জখম ভবঘুরেকে উদ্ধার করে বারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে ভর্তি করেও নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। রেল পুলিস জানিয়েছে, ওই ভবঘুরে বারাকপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে থাকতেন। কিন্তু তাঁর পরিচয় কেউ জানেন না।